Current Affairs

1 March 2021 Current Affairs

01 March 2021 Current Affairs

আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্র‍্যাক্টিস করুন আমাদের ওয়েবসাইটে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন করে নিলে পরীক্ষার সময় চাপ কমে যাবে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে Description এ জিকে ও পেয়ে যাবেন।

1 / 5

কোন দেশ প্রথম জৈব জ্বালানি দ্বারা চালিত রকেট স্টারডাস্ট 1.0 লঞ্চ করলো?

2 / 5

১৪ তম ইন্টারন্যাশনাল চিল্ড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হল?

3 / 5

সম্প্রতি ভারতের তৃতীয় পেসার হিসাবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কে ৩০০ টি টেস্ট উইকেট নিলেন?

4 / 5

International Day of Women and Girls for Science কবে পালন করা হয়?

5 / 5

ওয়াইল্ড লাইফ Photographer of the year 2021 হয়েছেন কে?

Your score is

আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্র‍্যাক্টিস করুন। আমাদের ওয়েবসাইটে প্রত্যেক দিন দেওয়া হয় চাকরির উপযোগী বিভিন্ন জিকে ও অন্যান্য বিষয় সম্বন্ধে বিস্তারিত তথ্য।

এছাড়াও দেখে নিন গঙ্গা নদীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

●গঙ্গা(ভারতের দীর্ঘতম)●
“””””””””””””””””””””””””””‘”””
•মোট দৈর্ঘ্য-2510 কিমি, ভারতে 2017 কিমি
•উৎপত্তিস্থল-কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রি হিমবাহের গোমুখ গুহা
•বামতীরের উপনদী-রামগঙ্গা,গোমতী,ঘর্ঘরা,গন্ডক,কোশী
•ডানতীরের উপনদী-যমুনা ও শোন
•পাশে অবস্থিত-হরিদ্বার;কানপুর,এলাহাবাদ,বারানসী,পাটনা,ভাগলপুর,কলকাতা(হুগলী নদী)
•মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভাগ হয়েছে
•অলকানন্দা ও ভাগিরথী মিলেছে দেবপ্রয়াগে
•পতিত হয়েছে-বঙ্গোপোসাগরে

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!